স্বপন বিশ্বাস, মাগুরা),প্রতিনিধি : মাগুরার শালিখায় জাতীয় সমাজ কল্যান মূলক সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশনের শালিখা এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া। জাগররনি চক্র দরিদ্রদের জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
এ সকল কর্মসূচির অংশ হিসেবে আজ এলাকার গরিব ও অসচ্ছল সদস্যদের মধ্যে ২০০ টি কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতের কষ্টে কম্বল পেয়ে এ সকল দরিদ্র নারীরা খুবই উপকৃত হয়েছে বলে জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।