বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরলো ভারতে আটক হওয়া ১২ বাংলাদেশি
এসএম স্বপনঃ অবৈধ পথে ভারতে যাওয়া ১২ জন বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসারা হলো, মোঃ আশিকুর রহমান (২৫), পিতাঃ মৃতঃ নাছির আলী সরদার, গ্রামঃ নলকুড়া, পোস্টঃ লাভশা, থানা+জেলাঃ সাতক্ষীরা, মোঃ সুমন সরকার (৩০), পিতাঃ মোঃ রমজান আলী সরকার, গ্রামঃ পূর্ব আগ্রাপুর বুনিয়া পাড়া, পোস্টঃ মন্নুনগর, থানাঃ টুঙ্গি পূর্বা, জেলাঃ গাজীপুর, মোঃ ওমর ফারুক (২৫), পিতাঃ মোঃ আইনুল হক খন্দকার, গ্রামঃ কাঁসারালকান্দি, পোস্টঃ মাদি আঙ্গার, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী, মোঃ মিজান শেখ (২৮), পিতাঃ মোঃ সিরাজুল ইসলাম, গ্রামঃ বনিপুর, পোস্টঃ সাহাপাড়া, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ, মোঃ রিয়াজুল ইসলাম (২৫),পিতাঃ মুসলিম সরদার, গ্রাম+পোস্টঃ কাশেম নগর, থানাঃ পাইগাছা, জেলাঃ খুলনা,মোঃ বেলাল মোল্লা (২৮),পিতাঃ মৃতঃ মানিক মোল্লা, গ্রামঃ ডাকছিন চান্দাপুটি, পোস্টঃ মহেন্দারদি, থানাঃ রাজর, জেলাঃ মাদারীপুর, মোছাঃ রেজিনা খাতুন (২৫), পিতাঃ মোঃ জব্বার চৌধুরী, গ্রামঃ বাগাডাঙ্গা , পোস্টঃ গোবরা, থানা+জেলাঃ নড়াইল,সাগারি ফকির (২৮), পিতাঃ মোঃ মোশারফ ফকির, গ্রামঃ বাগাডাঙ্গা , পোস্টঃ গোবরা, থানা+জেলাঃ নড়াইল, মোঃ রবিউল হাওলাদার (২৫), পিতাঃ মোঃ শাহজাহান হাওলাদার, গ্রামঃ কালিবাড়ি, পোস্টঃ ফকির বাড়ি, থানাঃ মোড়েলগঞ্জ, জেলাঃ বাগেরহাট,মোঃ মোকসেদ হাওলাদার (৩০), পিতাঃ মোঃ গনি হাওলাদার, গ্রামঃ কালিবাড়ি, পোস্টঃ ফকির বাড়ি, থানাঃ মোড়েলগঞ্জ, জেলাঃ বাগেরহাট,মোঃ রুবেল গাজী (২৫), পিতাঃ মোঃ সাদেক আলী গাজী, গ্রাম+পোস্টঃ বাবুলিয়া, থানা+জেলাঃ সাতক্ষীরা ও মোঃ খালিদ হোসেন (২৫), পিতাঃ আব্দুল খালেদ দিয়া, গ্রাম+পোস্টঃ আগরদিয়া, থানা+জেলাঃ সাতক্ষীরা।ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন বলেন ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে বাংলাদেশের যে থানায় মামলা রয়েছে। (১) মোঃ সুমন সরকার (৩০), পিতাঃ মোঃ রমজান আলী সরকার, গ্রামঃ পূর্ব আগ্রাপুর বুনিয়া পাড়া, পোস্টঃ মন্নুনগর, থানাঃ টুঙ্গি পূর্ব, জেলাঃ গাজীপুর এর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানা মামলা নং ৪১/৪২৬ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ হাতিরঝিল থানায় মামলা নং ১৪/৫৫৬ তারিখ ০৭ মার্চ ২০২৩, সিরাজগঞ্জ সলঙ্গা থানার মামলা নং ০৯ তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮ , গাজীপুর টঙ্গী থানার মামলা নং ০৭, তারিখ ০৪ জানুয়ারি ২০১৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের আইনে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সর্বমোট ০৪ মামলার অভিযোগ রয়েছে। (২) মোঃ ওমর ফারুক (২৫), পিতাঃ মোঃ আইনুল হক খন্দকার, গ্রামঃ কাঁসারালকান্দি, পোস্টঃ মাদি আঙ্গার, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী, এর বিরুদ্ধে ডিএমপি কোতোয়ালী থানার মামলা নং ৩৩ তারিখ ২০ নভেম্বর ২০২২ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে, (৩)মোঃ রিয়াজুল ইসলাম (২৫), পিতাঃ মুসলিম সরদার, গ্রাম+পোস্টঃ কাশেম নগর, থানাঃ পাইগাছা, জেলাঃ খুলনা।
এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলাম এই তিনজনের নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসারা বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। পরে, সেখানকার পুলিশ তাদেরকে আটক করে দমদম সেন্ট্রাল কারাগারে প্রেরণ করেন। সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়।সাজার মেয়াদ শেষে তাদেরকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে হস্তান্তর করা হয়েছে।