খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3384 বার
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক পরিদর্শন ও মতবিনিময় এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির মধ্যেই তিনি মাদরাসা পরিদর্শনে আসেন। মতবিনিময় সভায় তিনি বলেন, ঝিকরগাছায় ২২৫টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি সবগুলো প্রতিষ্ঠানেই অন্তত একবার হলেও যেতে চাই। শিক্ষার মানোন্নয়নে তিনি সরকার ঘোষিত সকল কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকদের সহযোগিতা করতে অনুরোধ জানান। এছাড়াও মাদরাসার লেখাপড়ার মানোন্নয়ন ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে তিনি বলেন, আমি আপনাদের প্রশাসক হিসেবে নয় বরং আপনাদের সহযোগী হিসাবে ঝিকরগাছা উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আব্দুল মুহিত, মাদরাসা পরিচালনা পর্ষদের সাবেক সহ সভাপতি মহিউদ্দিন বিল্লাহ রুনু সহ সকল শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।