০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ৩৩

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ মোট তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ এসব সিদ্ধান্ত নেন।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, তিনটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে হলফনামায় ভুল তথ্য প্রদানের অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ-২ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নের মূলকপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্র জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে ঋণখেলাপির দায়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি’র প্রার্থী ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতে ইসলামীর মো. নূরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা আপিল দায়ের করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট: ০১:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ মোট তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ এসব সিদ্ধান্ত নেন।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, তিনটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে হলফনামায় ভুল তথ্য প্রদানের অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ-২ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নের মূলকপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্র জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে ঋণখেলাপির দায়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি’র প্রার্থী ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতে ইসলামীর মো. নূরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা আপিল দায়ের করতে পারবেন।