শিরোনাম:
কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে হামলা-ভাংচুর
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ৫২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। সেখানকার কাগজপত্র, কম্পিউটার নীচে ফেলে দেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা।
তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন।
তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।



























