১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৪৩

নিজস্ব প্রতিবেদকঃ দুই দিনের ব্যবধানে রাজধানীর বাড্ডায় আবারও যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে উত্তর বাড্ডায় একটি চলন্ত বাসে এই আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অছিম পরিবহনের মিরপুরগামী একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান বলেন, খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনের সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

আপডেট: ১০:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ দুই দিনের ব্যবধানে রাজধানীর বাড্ডায় আবারও যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে উত্তর বাড্ডায় একটি চলন্ত বাসে এই আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অছিম পরিবহনের মিরপুরগামী একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান বলেন, খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনের সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।