বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে যশোরে নারী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ০৪:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ২৮

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সচেতনতা বাড়াতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর-২০২৫) সকালে যশোর সদর উপজেলার উপশহরের সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হয়।
‘তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনের অঙ্গীকারে’ জনগণের সম্পৃক্ততা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাদিয়া শারমিন।
আলোচনায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিশুদের শিক্ষা ও পরিচর্যা, ডেঙ্গু প্রতিরোধ এবং টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী অংশ নেন। অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।





















