০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ইঁদুর নিয়ন্ত্রণ শুধু কৃষি নয়, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত”

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৪৮

খাগড়াছড়ি প্রতিনিধি।। রাঙামাটি জেলার ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় খাগড়াছড়িতে ২দিনব্যাপি “ইঁদুর উপদ্রব নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার-শনিবার(১৭-১৮ অক্টোবর) দুইদিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুরস্থ হোটেল গাইরিং কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সহায়ক বা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা।

প্রশিক্ষণে ২৮টি ক্ষতিগ্রস্ত পাড়া হতে ২৮ জন প্রতিনিধি, সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য প্রতিনিধি বনবিহারী চাকমা, মন্টু কুমার ত্রিপুরা, হেডম্যান জোপুইথাং ত্রিপুরা, বাঘাইছড়ি উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো. নূরুল আলম, সাজেক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তী, কারিতাস বাংলাদেশ এর প্রতিনিধি ড্যানিয়েল শিপু গমেজ ও সরোজ করোয়া এবং জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ ছিল BO-67 (রাঙামাটি জেলায় ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা) প্রকল্পের অংশ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইঁদুরের উৎপত্তি, নিয়ন্ত্রণের আধুনিক কৌশল, নিরাপদ ব্যবস্থাপনা ও কৃষি ফসল রক্ষায় কার্যকর পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করেছে কারিতাস বাংলাদেশ,সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি। আর পুরো কার্যক্রমে সহায়তা করেছে কারিতাস বাংলাদেশ, স্টার্ট ফান্ড বাংলাদেশ, UKaid, Sida, JOA, এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রশিক্ষণ ছিল BO-67 (রাঙামাটি জেলায় ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা) প্রকল্পের অংশ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইঁদুরের উৎপত্তি, নিয়ন্ত্রণের আধুনিক কৌশল, নিরাপদ ব্যবস্থাপনা ও কৃষি ফসল রক্ষায় কার্যকর পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, “ইঁদুর নিয়ন্ত্রণ শুধু কৃষি নয়, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত।”স্থানীয় কৃষক, উন্নয়নকর্মী ও প্রকল্প কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং ইঁদুর নিয়ন্ত্রণে টেকসই পরিকল্পনা প্রণয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আগামীতে সাজেকের জুমচাষীরা আরও তীব্রতর খাদ্য সংকটে পড়ার আশংকা রয়েছে। ২দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পেয়ে অংশগ্রহণকারীবৃন্দ আয়োজক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্ষতি পুষিয়ে নিতে এবং প্রতিরোধ ও কমিউনিটিভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করতে সরকারের নিকট প্রণোদনা সহযোগিতা ও ভর্তুকি প্রদানের জন্য সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

ইঁদুর নিয়ন্ত্রণ শুধু কৃষি নয়, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত”

আপডেট: ০৭:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। রাঙামাটি জেলার ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় খাগড়াছড়িতে ২দিনব্যাপি “ইঁদুর উপদ্রব নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার-শনিবার(১৭-১৮ অক্টোবর) দুইদিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুরস্থ হোটেল গাইরিং কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সহায়ক বা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা।

প্রশিক্ষণে ২৮টি ক্ষতিগ্রস্ত পাড়া হতে ২৮ জন প্রতিনিধি, সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য প্রতিনিধি বনবিহারী চাকমা, মন্টু কুমার ত্রিপুরা, হেডম্যান জোপুইথাং ত্রিপুরা, বাঘাইছড়ি উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো. নূরুল আলম, সাজেক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তী, কারিতাস বাংলাদেশ এর প্রতিনিধি ড্যানিয়েল শিপু গমেজ ও সরোজ করোয়া এবং জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ ছিল BO-67 (রাঙামাটি জেলায় ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা) প্রকল্পের অংশ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইঁদুরের উৎপত্তি, নিয়ন্ত্রণের আধুনিক কৌশল, নিরাপদ ব্যবস্থাপনা ও কৃষি ফসল রক্ষায় কার্যকর পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করেছে কারিতাস বাংলাদেশ,সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি। আর পুরো কার্যক্রমে সহায়তা করেছে কারিতাস বাংলাদেশ, স্টার্ট ফান্ড বাংলাদেশ, UKaid, Sida, JOA, এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রশিক্ষণ ছিল BO-67 (রাঙামাটি জেলায় ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা) প্রকল্পের অংশ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইঁদুরের উৎপত্তি, নিয়ন্ত্রণের আধুনিক কৌশল, নিরাপদ ব্যবস্থাপনা ও কৃষি ফসল রক্ষায় কার্যকর পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, “ইঁদুর নিয়ন্ত্রণ শুধু কৃষি নয়, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত।”স্থানীয় কৃষক, উন্নয়নকর্মী ও প্রকল্প কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং ইঁদুর নিয়ন্ত্রণে টেকসই পরিকল্পনা প্রণয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আগামীতে সাজেকের জুমচাষীরা আরও তীব্রতর খাদ্য সংকটে পড়ার আশংকা রয়েছে। ২দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পেয়ে অংশগ্রহণকারীবৃন্দ আয়োজক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্ষতি পুষিয়ে নিতে এবং প্রতিরোধ ও কমিউনিটিভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করতে সরকারের নিকট প্রণোদনা সহযোগিতা ও ভর্তুকি প্রদানের জন্য সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।