০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

বাগআঁচড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৩১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

শুক্রবার (১৭ অক্টোবর-২০২৫) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার রাড়ীপুকুর গ্রামে বাগআঁচড়া-কায়বা সড়কের পাশে দিলরুবা প্যালেসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক এবং এএসআই মোঃ ফরহাদ হোসেন।

আটককৃতরা হলো যশোরের কোতোয়ালী থানার মন্ডলগাতী গ্রামের জাফর শরীফের ছেলে মো. ইয়াহিয়া (২৮), অপরজন হলেন পতেঙ্গালী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি DAYANG RUNNER ৮৫সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

শুক্রবার (১৭ অক্টোবর-২০২৫) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার রাড়ীপুকুর গ্রামে বাগআঁচড়া-কায়বা সড়কের পাশে দিলরুবা প্যালেসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক এবং এএসআই মোঃ ফরহাদ হোসেন।

আটককৃতরা হলো যশোরের কোতোয়ালী থানার মন্ডলগাতী গ্রামের জাফর শরীফের ছেলে মো. ইয়াহিয়া (২৮), অপরজন হলেন পতেঙ্গালী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি DAYANG RUNNER ৮৫সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।