১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৫২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও যথাযথভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ,ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মো. জাকের হোসেন-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্যোগকালীন প্রস্তুতি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝুঁকি হ্রাসে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, সচেতন নাগরিক ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দল গড়ে তুলতে পারলেই দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

আপডেট: ০৭:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও যথাযথভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ,ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মো. জাকের হোসেন-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্যোগকালীন প্রস্তুতি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝুঁকি হ্রাসে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, সচেতন নাগরিক ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দল গড়ে তুলতে পারলেই দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।