খুলনা বিভাগে সেরা হওয়ায় শার্শা’র ইউএনও কাজী নাজিব হাসানকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা
- আপডেট: ০৭:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১০

নিজস্ব প্রতিবেদক: দেশে পট পরিবর্তনের পরিস্থিতির কারণে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমনকি সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির ফলে নাগরিক সেবা, বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) হাতে দায়িত্ব প্রদান করে ইউনিয়ন পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়।
এই চ্যালেঞ্জের মাঝেও দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোর জেলার শার্শা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। খুলনা বিভাগীয় কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মনিটরিং সেলের সেপ্টেম্বর-২০২৫-এর পারফরম্যান্স রিপোর্টে ১৭১% দক্ষতায় সবার শীর্ষে উঠে এসেছেন তিনি।
দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনার ফুলতলার ইউএনও তাসনিম জাহান (১৬৪%) এবং তৃতীয় স্থান দখল করেছেন মাগুরার শালিখা উপজেলার মো. বনি আমিন (১৫৫%)।
ডা. নাজিব হাসানের এ অর্জনে শার্শা জুড়ে প্রশংসিত হচ্ছেন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার সুশীল সমাজ — সকলেই এই অসাধারণ সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে শার্শা উপজেলার অভ্যন্তরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সবচেয়ে ভালো পারফর্ম করে প্রথম হয়েছেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহরিয়ার মাহমুদ রনজু। তাকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার (৮ অক্টোবর-২০২৫) সকালে উপজেলা পরিষদে এক আনন্দঘন পরিবেশে ইউএনও ডা. কাজী নাজিব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানায় শার্শা থানা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, সরকারী ও বেসরকারি দপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এক মুহূর্তের জন্য যেন শার্শা উপজেলা কার্যালয় রূপ নেয় এক উচ্ছ্বাসময় উৎসবস্থলে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শার সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান প্রমুখ।