০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বেনাপোল ঘিবা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, শাড়ি ও পোশাকসহ ৩ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ অক্টোবর ২০২৫) যশোর ৪৯ বিজিবির সদস্যরা এ অভিযান চালায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের ঘিবা বিওপি ও বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা, শাড়ি ও পোশাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৩ হাজার ১৫০ টাকা।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের এ সফলতা।”

তিনি আরও জানান, “জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং তা আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ঘিবা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা জব্দ

আপডেট: ০৯:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, শাড়ি ও পোশাকসহ ৩ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ অক্টোবর ২০২৫) যশোর ৪৯ বিজিবির সদস্যরা এ অভিযান চালায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের ঘিবা বিওপি ও বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা, শাড়ি ও পোশাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৩ হাজার ১৫০ টাকা।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের এ সফলতা।”

তিনি আরও জানান, “জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং তা আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।