মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
- আপডেট: ০৫:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ১১৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হামলা চালানো হয়েছে। তবে ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
শুক্রবার সকাল ৭টার দিকে ‘আলিফ পরিবহন’-এর বাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের চালকের ভাষ্যমতে, কয়েকজন ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে বাস থামানোর পর জোরপূর্বক চালক ও হেলপারকে নামিয়ে মারধর করে। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। পরে হামলাকারীরা বাসটির সামনের কাচে কয়েক রাউন্ড গুলি ছুড়ে কাচ ভেঙে ফেলে এবং বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহায়তা করে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জানান, “বাসটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে।”
তিনি আরও জানান, এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে হামলাকারীদের শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং মালিকানা বিরোধে জড়িত পক্ষগুলোকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।
যাত্রীবোঝাই বাসে হামলার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



























