সারাবিশ্ব | তারিখঃ জুন ১২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2458 বার
আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নরেটের মানগাফ শহরে একটি ছয় তলা ভবনে আগুন লেগে কমপক্ষে ৪১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। খবর গালফ নিউজের।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রমিকদের ব্যবহৃত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনটির সমস্ত ফ্লোরে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন। অন্যরা প্রচণ্ড ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে দমবন্ধ এবং আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
সিনিয়র পুলিশ কমান্ডার মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ বলেন, স্থানীয় সময় সকাল ৬টায় ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি বলেন, ‘যে বিল্ডিংটিতে আগুন লেগেছে সেটি শ্রমিকদের জন্য ব্যবহৃত হতো এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল।’
মানগাফের ক্রিমিনাল এভিডেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ইদ আল ওয়াইহান নিশ্চিত করেছেন, প্রাথমিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫। পরে আহতদের মধ্যে ছয়জন হাসপাতালে মারা যান।
কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, অগ্নিকাণ্ডে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী আদান, জাবের ও মুবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ জন ভারতীয়ও রয়েছে। তাদের মধ্যে দুজন তামিলনাড়ু ও উত্তর ভারতের বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক এলাকার কাছাকাছি অবস্থিত ভবনটিতে বিভিন্ন দেশের প্রায় ১৯৫ জন শ্রমিক বসবাস করতেন, এছাড়াও অনেক মালয়ালীও বাস করে। ভবনটির মালিক মালয়ালি ব্যবসায়ী কেজি আব্রাহামের মালিকানাধীন এনবিটিসি গ্রুপ।
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে বেশ কয়েকজন এখনো ভবনের ভেতরে আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনো জানা যায়নি। সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।