নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিক্ষা বিস্তারে দুটি হরিলীলামৃত স্কুলের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ জুন) রাতে জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকন্ঠপুর মধ্যপাড়া সার্বজনীন ক্যাত্যায়ানী মন্দিরে উৎসব মূখর পরিবেশে ৩২তম স্কুলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পাল।

হারান বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশন জেলা কমিটির সেক্রেটারি অসীম বিশ্বাস, সহ-সভাপতি ভক্তদাস সিরালী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব পাল, নলদী পুলিশ ফাঁড়িরক্যাম্প ইনচার্জ, মতুয়া লিটন বিশ্বাস, সজল কুমার রায়,কুমারেশ বিশ্বাস, সমাজসেবক চুন্নু মোল্যা প্রমূখ।

এছাড়া গত শুক্রবার (৩১মে) বিকালে নড়াইল সদর উপজেলার মুলিয়া গ্রামের শান্তি রাম রায়ের বাড়িতে প্রধান অতিথি হিসেবে ৩১তম স্কুলের উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতুয়া মিশন জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার বিশ্বাস, মতুয়া বাসুদেব পাল, সন্দীপ রায়, দেব মজুমদার, অংশপতি রায়, প্রদ্যুৎ কুমার রায়, দেবব্রত সরকার।