শিরোনাম:
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন
নিউজ ডেস্ক
- আপডেট: ০১:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৫৯

খাগড়াছড়ি প্রতিনিধি।। শতবর্ষের ঐতিহ্যে সমৃদ্ধ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির শুভ উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রধান ফটকটি বিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ইতিহাসে নতুন সংযোজন হিসেবে এই ফটক শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার করেছে।