শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ
- আপডেট: ১২:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১০৩

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ৯নং দুর্লভপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার ইউনিয়নের নামো জগনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করা হয়।
জানা যায়, ১০০ বন্যার্তের মাঝে চাল, আলু, মুড়ি, চিড়া ও বিস্কুটসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাজশাহী মহানগর শাখা জামায়াতে ইসলামীর আমির, দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ড. মাওলানা অধ্যাপক কেরামত আলী বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, জামাতে ইসলামী এমন একটি সংগঠন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আপনাদের সঙ্গে আছে। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে।
এ সময় উপস্থিত শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাদিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ৯নং দুর্লভপুর ইউনিয়ন পরিষদের আমির মাওলানা মানিকুজ্জামান প্রমুখ।