যশোরে মায়ের ওষুধ কিনতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিএনপি অফিস ভাংচুর মামলায় কারাগারে
- আপডেট: ০৭:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১৫৬

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের লালদীঘি পাড় থেকে ওষুধ কিনতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন। বুধবার (২০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিমনকে আটক করে। তাকে বিএনপি কার্যালয় ভাঙচুরের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবলুর রহমান।
তিনি আরো বলেন, ‘মহিউদ্দিন রিমনের বিরুদ্ধে বিএনপি অফিসে ভাঙচুর ও হামলার অভিযোগ রয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন। তাকে ওই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রিমন তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে লালদীঘি পাড়ের একটি ফার্মেসিতে যান। সেখানে স্থানীয় কয়েকজন তাকে চিনে ফেলেন এবং ঘিরে ধরেন। কিছু সময়ের মধ্যেই তাকে আটক করে পুলিশে খবর দেন তারা। পরে কোতয়ালী থানা পুলিশ এসে রিমনকে থানায় নিয়ে যায়।