০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১৫৮

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী তানজিলা বেগমকে হত্যার দায়ে মধু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রোববার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মধু মিয়া জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার বজলুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে তানজিলাকে গলা কেটে হত্যা করেন মধু মিয়া। ঘটনার পরের দিন নিহতের ভাই জিয়ারুল বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মধু মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট: ১১:৪২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী তানজিলা বেগমকে হত্যার দায়ে মধু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রোববার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মধু মিয়া জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার বজলুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে তানজিলাকে গলা কেটে হত্যা করেন মধু মিয়া। ঘটনার পরের দিন নিহতের ভাই জিয়ারুল বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মধু মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।