০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

পেট্রোপোল স্থল বন্দর নিয়ে আন্দোলন: জমি দাতাদের কাজ না দেয়ার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১১৯

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৮ জুলাই-২০২৫) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত যশোরের বেনাপোল স্থল বন্দরের বিপরীতে পেট্রোপোল স্থল বন্দর এর প্রধান গেটের সামনে এক বিশাল শ্রমিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।

পেট্রোপোল বন্দর লোডিং-আনলোডিং শ্রমিক ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে প্রায় ৩০০ থেকে ৪০০ জন শ্রমিক অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, পেট্রোপোল ল্যান্ড পোর্ট তৈরীর জন্য যাদের কাছ থেকে জমি গ্রহণ করা হয়েছে, সেই জমির মালিকদের এখনও কর্মসংস্থানের সুযোগ দেয়া হয়নি। তারা বলেন, এলপিআই ম্যানেজার শ্রী নীল কমলেস সিং ও স্থানীয় এমএলএ শ্রী অশোক কীর্ত্তিনিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, জমি দাতাদের কাজ না দিয়ে তারা টাকার বিনিময়ে অন্যদের নিয়োগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে জমি প্রদানকারীদের শ্রমিক হিসেবে নিয়োগ ও তাদের কাজ ফিরে পাওয়ার দাবিতে তারা এই আন্দোলন শুরু করেন।

আন্দোলনে পেট্রোপোল লোডিং-আনলোডিং শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি শ্রী দেব পোদ্দার, সহ সভাপতি শ্রী অলক কুমার, সাধারণ সম্পাদক শ্রী রাজেন্দ্র সিং বিহারি সহ ৫টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দাবি, সঠিকভাবে জমি দাতাদের কাজ দিতে হবে এবং ল্যান্ড পোর্ট নির্মাণের প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে।

এদিকে, আন্দোলনকারীরা এলপিআই ম্যানেজারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে, সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

পেট্রোপোল স্থল বন্দর নিয়ে আন্দোলন: জমি দাতাদের কাজ না দেয়ার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: ১১:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৮ জুলাই-২০২৫) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত যশোরের বেনাপোল স্থল বন্দরের বিপরীতে পেট্রোপোল স্থল বন্দর এর প্রধান গেটের সামনে এক বিশাল শ্রমিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।

পেট্রোপোল বন্দর লোডিং-আনলোডিং শ্রমিক ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে প্রায় ৩০০ থেকে ৪০০ জন শ্রমিক অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, পেট্রোপোল ল্যান্ড পোর্ট তৈরীর জন্য যাদের কাছ থেকে জমি গ্রহণ করা হয়েছে, সেই জমির মালিকদের এখনও কর্মসংস্থানের সুযোগ দেয়া হয়নি। তারা বলেন, এলপিআই ম্যানেজার শ্রী নীল কমলেস সিং ও স্থানীয় এমএলএ শ্রী অশোক কীর্ত্তিনিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, জমি দাতাদের কাজ না দিয়ে তারা টাকার বিনিময়ে অন্যদের নিয়োগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে জমি প্রদানকারীদের শ্রমিক হিসেবে নিয়োগ ও তাদের কাজ ফিরে পাওয়ার দাবিতে তারা এই আন্দোলন শুরু করেন।

আন্দোলনে পেট্রোপোল লোডিং-আনলোডিং শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি শ্রী দেব পোদ্দার, সহ সভাপতি শ্রী অলক কুমার, সাধারণ সম্পাদক শ্রী রাজেন্দ্র সিং বিহারি সহ ৫টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দাবি, সঠিকভাবে জমি দাতাদের কাজ দিতে হবে এবং ল্যান্ড পোর্ট নির্মাণের প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে।

এদিকে, আন্দোলনকারীরা এলপিআই ম্যানেজারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে, সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।