শালিখায় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা
- আপডেট: ০৬:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৬৪

শালিখা (মাগুরা) প্রতিনিধি: ছোটবেলায় যখন আত্মীয়ের বাসায় বেড়াতে যেতাম প্রত্যেকেই শুধু বলতো, ভালো একজন ডাক্তার হতে হবে, ভালো একজন ইন্জিনিয়ার হতে হবে, কেউ বলত অনেক বড় অফিসার হতে হবে কিন্তু কেউই বলত না যে ভালো একজন মানুষ হতে হবে। তাই, এখন আমি শিক্ষার্থীদেরকে বলি, শুধু ভালো চাকরি পেলে হবে না, ভালো মানুষ একজন মানুষ হতে হবে। ভালো কাজে পুরস্কার এবং মন্দ কাজে তিরস্কার এ দুটি কাজ যদি কোনো সমাজে চালু থাকে তাহলে অবশ্যই সেথায় গুণীজন তৈরি হবে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফারমেন্স বেজড গ্রান্টস্ ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২৩ সালের এসএসসি ও সমমান এবং এইসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট উইং মুহাম্মদ মশিউর রহমান।
শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মাগুরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলা শাখার আমির অধ্যাপক আফসার আলী, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, মাগুরা জেলার একাডেমিক সুপারভাইজার সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনী আমিন বলেন, এবছর শালিখা উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী পাশ করেছে আমি বিশ্বাস করি তারা অবশ্যই পাস করার যোগ্যতা রাখে, কিন্তু যারা পাস করে নাই আমি এটাও বলতে পারি তাদের আসলেই পাস করার মত কোয়ালিটি ছিল না।
আমি সর্বদায় কোয়ালিটি নয়, কোয়ানটিটিতে বিশ্বাস করি। একটা জিনিস শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবে, সফলতা এক দিনের জিনিস নয়, এটি কখনো রাতারাতি আসে না কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হয়। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল কলেজের নিহত শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থান নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি মোশাররফ হোসেন কাসেমী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়।
উল্লেখ্য, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৫ জন এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৭ জনসহ মোট ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।






















