সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিবছরের মতো এবারেও চারদিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে।
শুক্রবার বাদ জুমা পবিত্র ফাতেহা শরিফ পাঠ ও আটরশী পীর ছাহেবের রওজা শরিফ জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উরসের কার্যক্রম। জুমার নামাজে লাখো মুসুল্লি অংশ নেন।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে জাকের মঞ্জিল মাদ্রাসা ভবনের অফিস কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন জানান, বাস, ট্রাক, লঞ্চসহ বিভিন্ন যানবাহনযোগে দেশবিদেশ হতে লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন ধর্মের ভক্তবৃন্দ উরস শরীফে সমবেত হচ্ছেন।
এছাড়া এবছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ হতে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা। প্রাত্যহিক ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত পালন করছেন তারা।
সোমবার সকালে আটরশী পীর সাহেবের স্থলাভিষিক্ত খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশনায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন।
প্রেস ব্রিফিংয়ে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.