সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে নবাগত ওসি মো.শেখ সাদী খানের সঙ্গে বোয়ালমারী সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৫.১২.২৩) সন্ধা ৬টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সেখ সাদি বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেখ সাদি আরও বলেন, সন্ত্রাস, মাদক এবং দালালের বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা করে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চন্দনার সম্পাদক কাজী হাচান ফিরোজ, বোয়ালমারী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের বোয়ালমারী প্রতিনিধি মো: কামরুল সিকদার, ভোরের ডাকের বোয়ালমারী প্রতিনিধি একে এম রিজাউল করিম, দৈনিক যায়যায়দিন পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি দীপংকর অপু, দৈনিক ইনকিলাবের বোয়ালমারী প্রতিনিধি মোঃ জাকির হোসেন, পাক্ষিক নজির বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, দৈনিক জবাবদিহি পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি মুকুল বোস, সাপ্তাহিক মানবদর্পণ পত্রিকার সম্পাদক তারিকুল ইসলাম, দৈনিক খোলা কাগজের বোয়ালমারী প্রতিনিধি আল মামুন রনি, দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের নতুন সময় পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি সনতচক্রবর্তী।