নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গাঁজা ইয়াবাসহ গ্রেফতার-৩
জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় দেশীয় অস্ত্র, গাঁজা এবং ইয়াবাসহ মো. রনি শেখ (৩৭), মো.খায়রুল মোল্যা (৪৫), মো. ইনছান শেখ (২১) নামের ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২৪ মে) ভোররাতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুইটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন যৌথ বাহিনী। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা-হলেন কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নে বনগ্রামের মো. মোশারফ শেখের ছেলে রনি শেখ, এবং তার ভাই ইনসান শেখ, একই গ্রামের আবু তালেব মোল্ল্যার ছেলে খাইরুল মোল্ল্যা। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামাল, বেতের ঢাল ২টি, চায়নিজ কুড়াল ১ টি, ফালা ১ টি, হকিস্টিক ২টি, অবৈধ মাদকদ্রব্য গাজা ৫০০ গ্রাম, ইয়াবা ৪৪ পিস, চাইনিজ কুড়াল ১টি, চাকু ১ টি, ফালা ১টি, পেন ক্যামেরা ১টি, ডিজিটাল ক্যামেরা ১টি, গাঁজা মাপার ওয়েট স্কেল একটি, ফালা ১টি, হাইসা ১টি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথ বাহিনী দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।