০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

যশোরে পূজা উদযাপন পরিষদ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নিউজ ডেস্ক

যশোর অফিস : রাষ্ট্রদ্রোহের অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে বুধবার সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সুদীপ্ত ঘোষ।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট প্রচার, সমাবেশে বক্তব্য ও সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তাদের এই কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি ও শৃঙ্খলার প্রতি হুমকি স্বরূপ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:২২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৪০

যশোরে পূজা উদযাপন পরিষদ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আপডেট: ১২:২২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

যশোর অফিস : রাষ্ট্রদ্রোহের অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে বুধবার সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সুদীপ্ত ঘোষ।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট প্রচার, সমাবেশে বক্তব্য ও সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তাদের এই কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি ও শৃঙ্খলার প্রতি হুমকি স্বরূপ।