০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

যশোর চিত্রার মোড়ে ট্রাকচালকের ওপর ছিনতাই ও ছুরিকাঘাত

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, যশোরঃ যশোর শহরের চিত্রা মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইউসুফ (৪৩) নামের এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইউসুফ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হেলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। পেশায় তিনি একজন পেশাদার ট্রাকচালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ট্রাক থামিয়ে রাস্তার পাশে প্রস্রাব করতে নামলে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। এ সময় তারা তার পেটে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা প্রায় ১৮ থেকে ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহতের চিৎকারে স্থানীয় পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত চালকের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯১৬-০৮৪০২০ এবং তার ট্রাকটি এখনও চিত্রা মোড়ে অবস্থান করছে।

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
৪০

যশোর চিত্রার মোড়ে ট্রাকচালকের ওপর ছিনতাই ও ছুরিকাঘাত

আপডেট: ১২:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সাব্বির হোসেন, যশোরঃ যশোর শহরের চিত্রা মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইউসুফ (৪৩) নামের এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইউসুফ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হেলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। পেশায় তিনি একজন পেশাদার ট্রাকচালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ট্রাক থামিয়ে রাস্তার পাশে প্রস্রাব করতে নামলে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। এ সময় তারা তার পেটে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা প্রায় ১৮ থেকে ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহতের চিৎকারে স্থানীয় পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত চালকের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯১৬-০৮৪০২০ এবং তার ট্রাকটি এখনও চিত্রা মোড়ে অবস্থান করছে।

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।