১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের ২ বাংলাদেশী আটক

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল সিমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের ২ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।

শনিবার (১০মে) সকালে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে পৌঁছালে ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া পোস্টের সদস্যরা তাদেরকে আটক করে।

আটকৃতরা হলো- পাবনা জেলার গয়েশপুর উপজেলার জামালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) ও পাবনা সদর উপজেলার কৃচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টে কর্তব্যরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জেলেপাড়া নামক স্থান হতে তৃতীয় লিঙ্গের ২ বাংলাদেশী নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর আগে ভারতে গমন করেছিলো। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
৫২

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের ২ বাংলাদেশী আটক

আপডেট: ১০:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল সিমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের ২ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।

শনিবার (১০মে) সকালে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে পৌঁছালে ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া পোস্টের সদস্যরা তাদেরকে আটক করে।

আটকৃতরা হলো- পাবনা জেলার গয়েশপুর উপজেলার জামালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) ও পাবনা সদর উপজেলার কৃচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টে কর্তব্যরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জেলেপাড়া নামক স্থান হতে তৃতীয় লিঙ্গের ২ বাংলাদেশী নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর আগে ভারতে গমন করেছিলো। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।