বেনাপোলে পাওনা টাকা চাওয়ায় ১ যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মশিয়ারের কাছে পাওনা টাকা চাওয়ায় সুমন ৩০ নামে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
জানা গেছে ৯ মে শুক্রবার সকালে মশিয়ারের বাড়িতে জমি বন্ধকের টাকা ফেরত চাইতে গেলে তার টাকা দেবে না বলে সে হুমকি ধামকি দেয়। এক পর্যায়ে কথা কাটাকাটির পর মশিয়ারের বাড়ি থেকে সুমন চলে আসে।
পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০মে শনিবার সকালে তার মৃত্যু হয়।
নিহত সুমন হোসেন(৩০) খড়িডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর ইসলামের ছেলে সুমন প্রতিবেশী মশিয়ারের কাছে ৬০ হাজার টাকার জমি বন্ধক নেন, বন্ধকের টাকা ফেরত নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়া হত। গতকাল সকালে সুমন ও মশিয়ারের সাথে কথা কাটাকাটি হয়৷ পরে সুমন বাসায় চলে আসে৷ সন্ধ্যার সময় বাজারে চায়ের দোকানে সুমন পৌছালে। মশিয়ারসহ আরো ১২/১৩ জন এসে এলোপাতাড়ী মারধর করে ফেলে রেখে যাই।
এ ঘটনার পর পরই মশিয়ার ও তার পরিবারের লোকজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সুমনের ভাই নুর হোসেন বলেন, আমার ভাইকে যারা মেরেছে এরা সবাই আওয়ামী লীগের লোক। এরা ১৭ বছর আমাদেরকে অনেক নির্যাতন করেছে আর এখনো করছে। তাই প্রশাসনের কাছে আমরা জোর দাবি এদেরকে আটক করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ যানান, হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি, লাশ ময়নাতদন্ত এর জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।