ফুলবাড়িতে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ফুলবাড়িতে সরকারিভাবে ধান চাল কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ি উপজেলার খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম ফিটা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মেছা: নিলুফা ইয়াছমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, জোবেদা অটো রাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি ওয়াহেদ আলী, কথন-মিফতি অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, জোবেদা অটো রাইস মিলের জিএম আজিজার রহমান, কৃষক শফিয়ার রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, ২০২৫ অর্থ-বছরে, সরকারিভাবে এ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৭১০ মে: টন ধান এবং মিল চাতাল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ২ হাজার ১৪৭ মে: টন চাল ক্রয় করা হবে।