ঝিকরগাছায় মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার এর নেতৃত্বে বৃহস্পতিবার (১মে) সকাল ১০টায় একটি র্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে ঝিকরগাছার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় তাদের পাশে থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।
এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।