শালিখায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে মতবিনিময় সভা
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে মতবিনিময় এক সভা ৩০ এপ্রিল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুর রহমান।
প্রধান অতিথি তাদের ভালো মানের স্কুল বা হাসপাতাল তৈরি,।অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কর্মসংস্থার ব্যবস্থা কোন সেনা সদস্য যদি উদ্যোক্ত হওয়ার মানসিকতা পোষণ করেন তাহলে তাকে সেনাবাহিনীর তরফ থেকে ঋণ ব্যবস্থা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন (অবঃ) ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানের সঞ্চালনায় (অবঃ) সার্জেন্ট মোঃ নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম, উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মুকুল শিকদার, সিনিয়ার ওয়ারেন্ট অফিসার (অবঃ) লিয়াকত হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) সাহাবুল আলম।
এ সময় ১৭০ জন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের আয়োজনে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড যশোর।