ঝিকরগাছায় বাড়িতে চেতনানাশক ছিটিয়ে দুর্ধর্ষ চুরি
সাব্বির হোসেন, ঝিকরগাছা,যশোর যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মো. রেজাউল ইসলামের (৬০) একতলা পাকা বাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঢুকে পরিবারের সদস্যদের ঘুমের মধ্যে চেতনানাশক ছিটিয়ে অচেতন করে ফেলে। পরে তারা ঘরের ভেতর থেকে আনুমানিক দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
সকাল ৯টার দিকে রেজাউলের নাতি মো. প্রান্ত ইসলাম (১৭) ঘুম ভেঙে পরিবারের অন্য সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি প্রতিবেশী মো. তাজ ইসলামকে জানালে তিনি স্থানীয়দের নিয়ে তাদের উদ্ধার করে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চেতনানাশকে অচেতন হওয়া ব্যক্তিরা হলেন—রেজাউল ইসলাম (৬০), সুলেখা (৪০), সুলতা (২০), বলাকা (৫৫) ও জাহিদুল ইসলাম (৪৭)। তবে রেজাউলের দুই নাতি প্রান্ত ইসলাম (১৭) ও ফাতেমা মেহেরীন (১) অচেতন হননি।
চেতনা ফিরে পাওয়ার পর রেজাউল ইসলাম জানান, রাতে তারা কেউ কোনো শব্দ বা সন্দেহজনক কিছু টের পাননি। ঘুমের মধ্যেই সব কিছু ঘটে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।