নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : ‘দ্বন্দে কোনো আনন্দ নাই আপস করো ভাই, লিগাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শারমিন নিগার এর সভাপতিত্বে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান, জজ কোর্টের পিপি এস.এম আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিনসহ সকল আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।