১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

যশোরে ইটভাটায় নারী শ্রমিক ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন,যশোর যশোর সদর উপজেলার বাগেরহাট এলাকায় একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন এবং একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন। তারা দু’জনই এলাকায় পরিচিত মুখ বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী নারী গত চার-পাঁচ মাস ধরে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন। তিনি সেখানে স্বামী ও সন্তানকে নিয়ে একটি কুঁড়ে ঘরে বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত এবং রাব্বি হোসেন ওই ভাটার ট্রাকে সহকারী হিসেবে কর্মরত।

ঘটনার দিন শুক্রবার রাত আনুমানিক চারটার দিকে কাজ শেষে পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে উঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় রাব্বি হোসেন সহযোগিতা করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে এবং ভুক্তভোগীকে বিষয়টি গোপন রাখার হুমকি দেয়।

পরে বিষয়টি ভুক্তভোগী তার স্বামী ও ইটভাটা মালিককে জানান। তাদের সহায়তায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
৫১

যশোরে ইটভাটায় নারী শ্রমিক ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

আপডেট: ১২:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

সাব্বির হোসেন,যশোর যশোর সদর উপজেলার বাগেরহাট এলাকায় একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন এবং একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন। তারা দু’জনই এলাকায় পরিচিত মুখ বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী নারী গত চার-পাঁচ মাস ধরে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন। তিনি সেখানে স্বামী ও সন্তানকে নিয়ে একটি কুঁড়ে ঘরে বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত এবং রাব্বি হোসেন ওই ভাটার ট্রাকে সহকারী হিসেবে কর্মরত।

ঘটনার দিন শুক্রবার রাত আনুমানিক চারটার দিকে কাজ শেষে পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে উঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় রাব্বি হোসেন সহযোগিতা করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে এবং ভুক্তভোগীকে বিষয়টি গোপন রাখার হুমকি দেয়।

পরে বিষয়টি ভুক্তভোগী তার স্বামী ও ইটভাটা মালিককে জানান। তাদের সহায়তায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।