রাজগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল শনিবার বিকেলে রাজগঞ্জ বাজারের মুক্ত মঞ্চের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার ২য় অফিসার অরুপ কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আজম মাহমুদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব গাজী, রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন, ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, রাজগঞ্জ পুলিশ কেন্দ্রের এএস আই মোঃ হাফিজুর রহমান, এএসআই মো: আরিফ হোসেন, এএসআই সেলিম রানা, সহ সকল পুলিশ সদস্য বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ রোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, প্রতিটি নাগরিককে সচেতন হয়ে সমাজের সমস্যা চিহ্নিত করে পুলিশকে সহায়তা করতে হবে।