০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

যশোরের শার্শায় ছিনতাইয়ের অভিযোগে ২ যুবক আটক

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোঁড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া(২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ওসি বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌছালে পাকা রাস্তার উপর দুই যুবক তাকে গতিরোধ করে।এসময় তারা দেশীয় হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ সাথে সাথে অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে তোলা হবে বলে জানান ওসি কে এম রবিউল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭৯

যশোরের শার্শায় ছিনতাইয়ের অভিযোগে ২ যুবক আটক

আপডেট: ১২:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোঁড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া(২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ওসি বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌছালে পাকা রাস্তার উপর দুই যুবক তাকে গতিরোধ করে।এসময় তারা দেশীয় হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ সাথে সাথে অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে তোলা হবে বলে জানান ওসি কে এম রবিউল ইসলাম।