খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1685 বার
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার্থে সদর থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর থানা আয়োজিত শনিবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিখিল কুমার সরকার।
বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রতিটি মন্ডপে আইন-শৃংখলা বজায় রাখতে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।এছাড়া পুজা চলাকালে ডিজে গান বন্ধসহ যে কোন ধরনের অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানান বক্তারা।
এসময় বাঁধাঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি অসীম কাপুড়িয়া, শ্রী শ্রী জমিদারবাড়ী সর্বমঙ্গলা কালী মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষসহ বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃৃন্দসহ ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।