০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঝিকরগাছায় তরমুজের গাড়ি উল্টে ব্যবসায়ী গুরুতর আহত

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, ঝিকরগাছা, যশোর: ঝিকরগাছা থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরমুজ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল ৯:৩০ মিনিটের সময় ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ড মসজিদের সামনে যশোর রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মো. কাশেম আলী (৫৫), পিতা মৃত তাফসের মোড়ল, সাং মোবারকপুর, থানা ঝিকরগাছা, জেলা যশোর—তরমুজ পরিবহনের সময় দুর্ঘটনার শিকার হন। হঠাৎ করে তরমুজ বোঝাই গাড়িটি উল্টে গিয়ে তার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে তার হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত কাশেম আলীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, “আমরা হঠাৎ দেখি গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে আমরা সবাই দৌড়ে যাই এবং আহত ব্যক্তিকে উদ্ধার করি।”

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
৩৯

ঝিকরগাছায় তরমুজের গাড়ি উল্টে ব্যবসায়ী গুরুতর আহত

আপডেট: ১২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

সাব্বির হোসেন, ঝিকরগাছা, যশোর: ঝিকরগাছা থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরমুজ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল ৯:৩০ মিনিটের সময় ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ড মসজিদের সামনে যশোর রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মো. কাশেম আলী (৫৫), পিতা মৃত তাফসের মোড়ল, সাং মোবারকপুর, থানা ঝিকরগাছা, জেলা যশোর—তরমুজ পরিবহনের সময় দুর্ঘটনার শিকার হন। হঠাৎ করে তরমুজ বোঝাই গাড়িটি উল্টে গিয়ে তার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে তার হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত কাশেম আলীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, “আমরা হঠাৎ দেখি গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে আমরা সবাই দৌড়ে যাই এবং আহত ব্যক্তিকে উদ্ধার করি।”

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।