যশোর ২৫০ শয্যা হাসপাতালে অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগীরা
সাব্বির হোসেন, যশোর : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে (৯ নম্বর ওয়ার্ড) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর ৫:২০ মিনিটের দিকে ১১ ও ১২ নম্বর বেডের মাঝখানে এক রোগীর স্বজন মশার কয়েল জ্বালিয়ে রাখলে অক্সিজেন লাইনের লিকেজের কারণে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রোগীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
এ ঘটনায় ৫ থেকে ৭ জন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে আঘাত পান। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হলেও তাদের পৌঁছানোর আগেই রোগীর স্বজন ও উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালের হাই-ফ্লো অক্সিজেন সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে, যা কিছু রোগীর চিকিৎসায় সমস্যা তৈরি করতে পারে। তবে হাসপাতালের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।