০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নীলফামারীতে লাশবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতের স্বজনসহ ৪ জন গুরুতর আহত

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর কিশোরগঞ্জের ছাদুরার ফুল মন্থনা এলাকায় লাশ বাহী অ্যাম্বুলেন্স উল্টে ড্রাইভার সহ চারজন গুরুতর আহত হযে রংপুর মেডিকেলে ভর্তি হয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ নিজ বাড়ি, নীলফামারীতে নেওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে লাশবাহী মাইক্রোবাস। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা মৃতদেহটি পুনরায় রক্তাক্ত হয়। এছাড়া, নিহতের পরিবারের তিনজন সদস্য এবং মাইক্রোবাসের চালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলছিল, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৭৭

নীলফামারীতে লাশবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতের স্বজনসহ ৪ জন গুরুতর আহত

আপডেট: ০৮:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর কিশোরগঞ্জের ছাদুরার ফুল মন্থনা এলাকায় লাশ বাহী অ্যাম্বুলেন্স উল্টে ড্রাইভার সহ চারজন গুরুতর আহত হযে রংপুর মেডিকেলে ভর্তি হয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ নিজ বাড়ি, নীলফামারীতে নেওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে লাশবাহী মাইক্রোবাস। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা মৃতদেহটি পুনরায় রক্তাক্ত হয়। এছাড়া, নিহতের পরিবারের তিনজন সদস্য এবং মাইক্রোবাসের চালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলছিল, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।