ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণকারী শিশু আছিয়ার খুনিদের ফাঁসির দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় মাগুরায় শিশু আছিয়া খাতুনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ই মার্চ) সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত সদর উপজেলার শ্রীরামপুর ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা ১মিনিট নীরবতা পালন করেন। এসময় তারা প্লাকার্ড, ফেস্টুন হাতে প্রতিবাদ জানাতে থাকেন।
মানববন্ধনে নেতৃত্বদানকারী মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন তার বক্তব্যে আছিয়ার ধর্ষণকারীদের অনতিবিলম্বে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং দ্রুততম সময়ে বিচার শেষ করার দাবি জানান। মানববন্ধনে আরও আলোচনা পেশ করেন অত্র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিম, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম ও সহকারী মৌলভী ক্বারী মোঃ আনোয়ারুজ্জামান। সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আমির হামজা।