শিরোনাম:
বাঘারপাড়ার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বিকেলে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাশের সভাপতিত্ব অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় অতিথিবৃন্দ বিজীয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।