আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো: ট্রাম্প
- আপডেট: ০২:৫৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৭৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পরে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো।’
বাংলাদেশ সময় সোমবার রাত এগারোটায় (মার্কিন সময় দুপুর ১২টা) ওয়াশিংটনের ইউএস ক্যাপিটল হিলের ইনডোরে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছর বয়সি এই রিপাবলিকান নেতা। শপথে তিনি সংবিধানকে ‘সংরক্ষণ ও রক্ষা করার’ প্রতিজ্ঞা করেন।
ট্রাম্প বলেন, ‘এখন থেকে সামনের দিনগুলোতে আমাদের দেশ আরও সমৃদ্ধ আর সম্মানজনক অবস্থানে উঠে আসবে। আমার একমাত্র লক্ষ্য হবে, আমেরিকা ফার্স্ট।’
২০ জানুয়ারী ২০২৫ আমেরিকার স্বাধীনতা দিবস উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তার সরকার “মর্যাদা, শক্তি এবং শক্তি” দিয়ে প্রতিটি সংকট মোকাবেলায় কাজ করবে এবং “প্রতিটি জাতি, ধর্ম, বর্ণ ও ধর্মের নাগরিকদের জন্য সমৃদ্ধি ফিরিয়ে আনবে’।
‘এটা আমার আশা, সাম্প্রতিক নির্বাচনটি আমাদের দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ফলপ্রসূ হিসাবে স্মরণ করা হবে’— যোগ করেন ট্রাম্প।
বক্তব্যে তিনি বাইডেন প্রশাসনেরও বেশ সমালোচনা করেন।
তাকে হত্যাচেষ্টার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কেউ কেউ আমাদের উদ্দেশ্য নস্যাৎ করার চেষ্টা করেছে এবং প্রকৃতপক্ষে আমার জীবন নেওয়ার চেষ্টা করেছে। তবে আমেরিকাকে তার স্বর্ণযুগ ফিরিয়ে দিতেই আমি প্রাণে বেচে যাই।’
সূত্র: বিবিসি, সিএনএন


























