১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ইরানে দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে ট্রাইব্যুনাল ভবনের বাইরে বন্দুকধারীর হামলায় দেশটির সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বিবৃতি অনুযায়ী, একজন সশস্ত্র ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। গুলি চালানোর পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে আদালতের বাইরে এ ঘটনা ঘটে।

বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় মিডিয়ার দেয়া তথ্য অনুসারে, নিহত দুই বিচারপতি হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি ও হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘নিহত দুই বিচারপতি সক্রিয়ভাবে জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় জড়িত ছিলেন। নিহত বিচারকরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ।’

তবে হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৫৫

ইরানে দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা

আপডেট: ১১:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে ট্রাইব্যুনাল ভবনের বাইরে বন্দুকধারীর হামলায় দেশটির সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বিবৃতি অনুযায়ী, একজন সশস্ত্র ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। গুলি চালানোর পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে আদালতের বাইরে এ ঘটনা ঘটে।

বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় মিডিয়ার দেয়া তথ্য অনুসারে, নিহত দুই বিচারপতি হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি ও হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘নিহত দুই বিচারপতি সক্রিয়ভাবে জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় জড়িত ছিলেন। নিহত বিচারকরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ।’

তবে হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।