বেনাপোলের ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
- আপডেট: ০৪:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২৬

নিজস্ব প্রতিবেদকঃ শার্শা উপজেলার ৩নং বাহাদুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির তথ্যপ্রযুক্তি সম্পাদক জনাব আব্দুস সালাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জনাব বিল্লাল হোসেন।
পুরস্কার বিতরণ শেষে বক্তব্য রাখতে গিয়ে জনাব আব্দুস সালাম বলেন, “ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসা আমাদের এলাকার গর্ব। এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করে আসছে। আমি আশাবাদী, আগামী দিনগুলোতে তারা আরও ভালো রেজাল্ট করবে এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।





















