বেনাপোলে আন-নূর একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
- আপডেট: ০৬:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ২৯

নিজস্ব প্রতিবেদকঃ ‘সুন্দর, সফল জীবন ও আদর্শ জাতি গঠনের লক্ষ্যে’—এই স্লোগানকে সামনে রেখে স্বল্প সময়ে একাধিকবার জাতীয় পুরস্কার অর্জনের মাধ্যমে সুনাম অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর একাডেমি, বেনাপোল-এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় যশোরের বেনাপোলের তালশারী তেল পাম্পের পূর্ব পাশে, মেইন রোড সংলগ্ন আন-নূর একাডেমি ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আন-নূর একাডেমি, বেনাপোল-এর পরিচালক উস্তাযুল হুফফাজ শায়েখ হাবীবুর রহমান হাবীব-এর সভাপতিত্বে এবং একাডেমির শিক্ষক হাফেজ মাওলানা বিন ইয়ামিন-এর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি সাইদুল বাসার, হাফেজ মাওলানা মুফতি আব্দুল জব্বার, মাওলানা ইলিয়াস সাহেব ও হাফেজ মাওলানা আব্দুল আহাদসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তব্যে অতিথিরা বলেন, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা আদর্শ মানুষ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে আন-নূর একাডেমির সাফল্য প্রশংসনীয়।
অতিথিদের বক্তব্য শেষে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাযুল হুফফাজ শায়েখ হাবীবুর রহমান হাবীব বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পরে অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষ পর্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন আন-নূর একাডেমির ছাত্র আব্দুল্লাহ আল কিরণ।





















