ঝিকরগাছা কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
- আপডেট: ০৬:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৪২

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলামি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ইচ্ছাশক্তি, আগ্রহ এবং অতিরিক্ত পরিশ্রম করার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে প্রধান আলোচক মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন তার বক্তব্যে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।
মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান, আইসিটি শিক্ষক মখলেছুর রহমান, ইংরেজি প্রভাষক শাহিনুর রহমান। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা, সকল স্তরের কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশ শেষে প্রতিটি শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।





















