০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ৪৯

নড়াইল প্রতিনিধি : বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের দায়ভার পরিবারকে জড়ানো এবং জমি বন্ধক রেখে অর্থ নেওয়ার অভিযোগে পঞ্চম ভাইকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নড়াইলের একটি পরিবার।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শহরের দুর্গাপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের চতুর্থ ভাই রাশেদুল ইসলাম। এ সময় পরিবারের ছোট ভাই সাহেদ হোসেনও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম জানান, তারা ছয় ভাই ও এক বোন। তাদের পঞ্চম ভাই মো. জাহেদ হোসেন কালিয়ার পেড়লী এলাকায় ঘের ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা পরিচালনার সময় তিনি বিভিন্ন ব্যাংক, এনজিও এবং জমির দলিল রেখে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নেন। তবে এসব বিষয়ে পরিবারকে কোনো তথ্য না দিয়ে সবকিছু গোপন রাখেন।

পরিবার বিষয়টি জানতে চাইলে জাহিদ হোসেন উল্টো ক্ষোভ দেখিয়ে বলেন—“আমার ব্যবসা আমি দেখব, তোমরা এতে আসবে না।” তার এ আচরণ ও ঋণ খেলাপি পরিস্থিতির কারণে পরিবার সামাজিক ও আর্থিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে বলে অভিযোগ করেন রাশেদুল ইসলাম।

তিনি আরও জানান, পারিবারিক আলোচনা শেষে পঞ্চম ভাই মো. জাহিদ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে পরিবারের আর কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতে তার কোনো দায়-দায়িত্বও আর পরিবার গ্রহণ করবে না।

Please Share This Post in Your Social Media

ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের

আপডেট: ০৭:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

নড়াইল প্রতিনিধি : বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের দায়ভার পরিবারকে জড়ানো এবং জমি বন্ধক রেখে অর্থ নেওয়ার অভিযোগে পঞ্চম ভাইকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নড়াইলের একটি পরিবার।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শহরের দুর্গাপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের চতুর্থ ভাই রাশেদুল ইসলাম। এ সময় পরিবারের ছোট ভাই সাহেদ হোসেনও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম জানান, তারা ছয় ভাই ও এক বোন। তাদের পঞ্চম ভাই মো. জাহেদ হোসেন কালিয়ার পেড়লী এলাকায় ঘের ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা পরিচালনার সময় তিনি বিভিন্ন ব্যাংক, এনজিও এবং জমির দলিল রেখে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নেন। তবে এসব বিষয়ে পরিবারকে কোনো তথ্য না দিয়ে সবকিছু গোপন রাখেন।

পরিবার বিষয়টি জানতে চাইলে জাহিদ হোসেন উল্টো ক্ষোভ দেখিয়ে বলেন—“আমার ব্যবসা আমি দেখব, তোমরা এতে আসবে না।” তার এ আচরণ ও ঋণ খেলাপি পরিস্থিতির কারণে পরিবার সামাজিক ও আর্থিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে বলে অভিযোগ করেন রাশেদুল ইসলাম।

তিনি আরও জানান, পারিবারিক আলোচনা শেষে পঞ্চম ভাই মো. জাহিদ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে পরিবারের আর কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতে তার কোনো দায়-দায়িত্বও আর পরিবার গ্রহণ করবে না।