দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন : মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ০৫:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) জোহরের নামাজের পর বেনাপোলের জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫, যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপির নেতাকর্মী, অঙ্গসংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেন।
দোয়া শেষে এতিমখানার ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি।
মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “গণতন্ত্রের মানসকন্যা, আমাদের হৃদয়ের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়ে গেছেন। আলেম-ওলামা এবং মাদ্রাসার কোমলমতি শিশুদের প্রতি তার মমতা ছিল তুলনাহীন। তিনি ছিলেন আপসহীন ও দুর্বার গণতন্ত্রকামী এক নেতৃত্ব।”
বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নের মাঝেও খালেদা জিয়া দেশ ত্যাগ না করে জনগণের পাশে থাকার সিদ্ধান্তই তার দৃঢ়তা ও দায়িত্ববোধের প্রমাণ—এ মন্তব্য করে তিনি আরও বলেন, “তার প্রতি জনগণের ভালোবাসা এবং জনগণের প্রতি তার বিশ্বাসই তাকে বারবার শক্তি দিয়েছে। আমরা সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
মাহফিল শেষে দেশ-জাতির শান্তি, উন্নতি, স্থিতিশীলতা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, নাসিমুল গণি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মাছুদুর কাক্কু, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রীস আলী ইদু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান, সোহাগ হোসেন, সাইফুল ইসলাম আসাদ, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।





















