০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ৬৭

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন—তিনি বাংলাদেশের অভিভাবক, সমগ্র জাতির ঐক্যের প্রতীক। পরিবারের অভিভাবক অসুস্থ হলে যেমন সবাই উদ্বেগে থাকে, আজ বাংলাদেশও ঠিক তেমনই আশঙ্কা আর প্রার্থনায় রয়েছে।” তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, যুগ্ম সম্পাদক নূর আলম পান্নু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল

আপডেট: ০৩:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন—তিনি বাংলাদেশের অভিভাবক, সমগ্র জাতির ঐক্যের প্রতীক। পরিবারের অভিভাবক অসুস্থ হলে যেমন সবাই উদ্বেগে থাকে, আজ বাংলাদেশও ঠিক তেমনই আশঙ্কা আর প্রার্থনায় রয়েছে।” তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, যুগ্ম সম্পাদক নূর আলম পান্নু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করা হয়।